BREAKING: প্রয়াত যুগান্তর পত্রিকার প্রাক্তন সম্পাদক অমৃতকান্তি ঘোষ

শোকস্তদ্ধ পরিজনরা।

author-image
Adrita
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত যুগান্তর পত্রিকার প্রাক্তন সম্পাদক অমৃত কান্তি ঘোষ। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, তিনি ২৩ বছর বয়সে ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিক এবং ১৯৮০ সালে অমৃত বাজার পত্রিকা এবং যুগান্তরের জন্য মস্কো অলিম্পিক উভয়ের খবর কভার করেছিলেন। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী ৩রা অগস্ট তাঁর আত্মার শান্তি কামনার জন্য এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।