নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত যুগান্তর পত্রিকার প্রাক্তন সম্পাদক অমৃত কান্তি ঘোষ।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, তিনি ২৩ বছর বয়সে ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিক এবং ১৯৮০ সালে অমৃত বাজার পত্রিকা এবং যুগান্তরের জন্য মস্কো অলিম্পিক উভয়ের খবর কভার করেছিলেন।
/anm-bengali/media/post_attachments/0278a693-75c.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, আগামী ৩রা অগস্ট তাঁর আত্মার শান্তি কামনার জন্য এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।