সেনার বীরত্বে মোহিত অমিত শাহ, কি বললেন? জানুন

সেনার সাহসিকতায় গর্বিত অমিত শাহ। টুইটে জানালেন বিএসএফ ও সেনার ভূমিকায় দেশ কৃতজ্ঞ। মোদীর নেতৃত্বে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
x

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সেনার সাহসিকতাকে অভিনন্দন জানিয়ে এক টুইট করেছেন। তিনি বলেন, "আমাদের সেনাবাহিনী শত্রুদের ধ্বংসকারী এবং ভারতের দুর্গ, তাঁদের সাহস ও বীরত্ব চিরকাল আমাদের গৌরবময় ইতিহাসে অমলিন থাকবে।"

filepic

অমিত শাহ আরও জানান, "আমরা আমাদের প্রথম প্রতিরক্ষা রক্ষী, বিএসএফ-এর সাহসী জওয়ানদেরও শ্রদ্ধা জানাই।" তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, "পিএম মোদী তাঁর উদাহরণস্বরূপ নেতৃত্বের মাধ্যমে আমাদের নির্দোষ ভাইদের আত্মার প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।" অমিত শাহ উল্লেখ করেন, "বারবার প্রমাণিত হয়েছে, প্রধানমন্ত্রী মোদী কখনও ভুলবেন না, ভারতের শত্রুদের শাস্তি হবেই।"