New Update
/anm-bengali/media/media_files/XRQ4SzkVry0LKz8o5e1J.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি 'প্রতীচী'তে বিশ্বভারতীর ১৩ দশক অতিরিক্ত জমি ঢুকে রয়েছে, এই অভিযোগ তুলে একাধিকবার অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি বরেণ্য এই ব্যক্তিত্বকে জমি দখলকারী, জমি কবজাকারী উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এরপর সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই মামলায় তিনি পেলেন জয়। বিশিষ্ট আইনজীবী আর এল অড্ডি এএনএম নিউজকে জানান যে আদালত এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ মামলাটি গেল অমর্ত্য সেনের পক্ষেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us