'অহংকারের ইট দিয়ে সংসদ তৈরি হয় না', বিস্ফোরক রাহুল গান্ধী

নতুন সংসদ ভবনের (New parliament building) উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের দানা বাঁধছে। এখনও অবধি দেশের মোট ১৯টি রাজনৈতিক দল এই উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করার ঘোষণা করেছে।

author-image
SWETA MITRA
24 May 2023
'অহংকারের ইট দিয়ে সংসদ তৈরি হয় না', বিস্ফোরক রাহুল গান্ধী

নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবনের (New parliament building) উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের দানা বাঁধছে। এখনও অবধি দেশের মোট ১৯টি রাজনৈতিক দল এই উদ্বোধনী অনুষ্ঠানকে বয়কট করার ঘোষণা করেছে। এরই মাঝে ফের একবার বিস্ফোরক টুইট করে শিরোনামে উঠে এলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি আজ বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘দেশের রাষ্ট্রপতিকে সংসদ ভবনের উদ্বোধন করতে না দেওয়া বা অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো- এটা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অপমান। সংসদ অহংকারের ইট দিয়ে তৈরি হয় না, সাংবিধানিক মূল্যবোধ দ্বারা নির্মিত হয়।‘