অধীর প্রমাণ দিলে রাজনীতি ছাড়বেন অভিষেক!

কংগ্রেস সাংসদ যদি প্রমাণ দেখাতে পারেন বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটাও চিঠি লিখছেন তিনি, তবে রাজনীতি ছাড়বেন বলে ঘোষণা করলেন অভিষেক।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek adhir

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর গড়ে প্লাবিত হচ্ছে তৃণমূলের নবজোয়ার যাত্রা। রেজিনগরের কর্মসূচি থেকে অধীরকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি বলেন, কংগ্রেস সাংসদ যদি প্রমাণ দেখাতে পারেন বাংলার প্রাপ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটাও চিঠি লিখছেন , তবে রাজনীতি ছাড়বেন । 
অভিষেক প্রশ্ন করেন, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে ভরিয়ে দিয়েছে। কিন্তু তাদের জন্য কী করেছেন অধীর? বাংলায় ইডি-র হানা নিয়েও নীরব তিনি। অভিষেক কটাক্ষের সুরে বলেন, দিল্লিতে ইডি হানা দিলে অধীর বলেন খারাপ। কিন্তু বাংলায় তৃণমূল নেতার বাড়িতে ইডি হানা দিলে সেটা হয় ভালো!