জনতার দরবারে অভিষেক! চায়ে চুমুক দিতে দিতে শুনলেন সমস্যার কথা

১২ দিনে পড়লো তৃণমূলের নবজোয়ার যাত্রা। ইসলামপুরের এক চায়ের দোকানে দেখা মিললো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাকে দেখেই চায়ের দোকানে ভিড় করে স্থানীয় লোকজন। বলেন, অভাব-অভিযোগের কথাও।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek cha

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : ঠিক যেন চায়ে পে চর্চা। দিলীপ ঘোষের মতো এবার মানুষের মাঝে চায়ের কাপ হাতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে, সকালবেলায় নয়। বিকেলবেলায়। ইসলামপুরের এক চায়ের দোকানে দেখা মিললো অভিষেকের। তাকে দেখেই চায়ের দোকানে ভিড় করে স্থানীয় লোকজন। বলেন, অভাব-অভিযোগের কথাও। চায়ের কাপে চুমুক দিতে দিতে সকলের সব অভিযোগ শুনে অভিষেকের সাফ কথা, বাংলায় বিজেপি হেরেছে বলে বাংলার টাকা তথা বাংলার মানুষের টাকা আটকে রেখেছে। এ কথা মানুষকে বোঝাতেই নবজোয়ারে হাঁটছেন তিনি। পৌঁছচ্ছেন দুয়ারে দুয়ারে। এমনকি পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ থেকে ফল প্রকাশের পর্ব মিটলে প্রয়োজনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বকেয়া আদায়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলনের পরিকল্পনাও রয়েছে বলে জানান অভিষেক। 

প্রসঙ্গত, ১২ দিনে পড়লো তৃণমূলের নবজোয়ার যাত্রা। কংগ্রেস যেমন জনসংযোগকে হাতিয়ার করে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে, অভিষেকের নেতৃত্বে তৃণমূলের নবজোয়ার যাত্রাও খানিকটা সেই রকমই। উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছিল নবজোয়ার যাত্রা। বর্তমানে তা দক্ষিণবঙ্গে এসে পৌঁছিয়েছে।