New Update
/anm-bengali/media/media_files/8IRqTofeg9M4OrId3RGc.jpg)
নিজস্ব সংবাদদাতা: বকেয়া টাকা আদায়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বাংলার টাকা আটকে রেখে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র সরকার (Central Govt), দাবি তাঁর। অভিযোগ তুললেন যে জোর করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। কোচবিহার (Coochbehar) দক্ষিণের সভা থেকে অভিষেক দিলেন ১ কোটি চিঠির হুঙ্কার। ১ কোটি চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে (Union Ministry of Rural Development) ফেলে আসবো, করলেন দাবি। তারপরেই তাঁর প্রশ্ন বাংলার স্বার্থে কী করেছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)? মানুষের পাশে না থাকলে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ডাক দিলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us