/anm-bengali/media/media_files/GE6KuY10hOhgcN9gEOou.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন জুড়ে আগুন জ্বলছে। তবে এবার রাশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের দায়াতকোভো শহরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। ক্রমশই বাড়ছে উত্তেজনা। আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেন জুড়ে আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বর্তমানে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বিমান সতর্কতা জারি করা হয়েছে।
⚡️ There is a strong fire in the Bryansk region of russia, reports russian media.
— FLASH (@Flash_news_ua) May 23, 2023
Smoke in the city of Dyatkovo is visible a few kilometers from the place of fire, residents report.
👉 Follow @Flash_news_ua pic.twitter.com/j3ycPNA9iw