/anm-bengali/media/media_files/2025/04/30/ScaeAG4u7nyltHeSrDjL.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারত সরকারের নির্দেশে সম্প্রতি অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরে গেলেন ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক। কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই কারণে সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/04/23/1000192486-533427.jpg)
জানা গিয়েছে, পাকিস্তান থেকে আগত এই নাগরিকেরা ভারতে চিকিৎসা, আত্মীয়-পরিজনের সঙ্গে সাক্ষাৎ বা অন্যান্য কারণে এসেছিলেন। তবে পহেলগাঁওয়ে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয় ভারত সরকার। সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যেই একাধিক স্তরের যাচাই-বাছাইয়ের পর তাঁদের দেশে ফেরত পাঠানো হয়। অমৃতসরের অটারি সীমান্তে মোতায়েন ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষ দল। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। পহেলগাঁও হামলার তদন্ত চলছে এবং সীমান্ত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
786 Pakistanis leave India through Attari-Wagah border after Pahalgam terror attack
— ANI Digital (@ani_digital) April 30, 2025
Read @ANI Story |https://t.co/6MozcH9h89#pakistan#PahalgamTerroristAttack#attariwagahborder#pakistanipic.twitter.com/O3Sm613ZFQ
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us