বিহারে বিষমদ কাণ্ডে মৃত ২২

বিহারের পূর্ব চম্পারন জেলার মতিহারির বিভিন্ন এলাকায় নকল মদ খেয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলে বর্তমানে জানা যাচ্ছে। এছাড়াও বিষমদ খেয়ে কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

author-image
Aniket
New Update
New Project - 2023-04-15T191703.611

নিজস্ব সংবাদদাতা: বিহারের পূর্ব চম্পারন জেলার মতিহারির বিভিন্ন এলাকায় নকল মদ খেয়ে ২২ জনের মৃত্যু হয়েছে বলে বর্তমানে জানা যাচ্ছে। এছাড়াও বিষমদ খেয়ে কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। বর্তমানে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তারা মোতিহারী এবং মুজাফফরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।