BIG BREAKING: এবার বছরে দুইবার উচ্চ মাধ্যমিক!

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সামনে এল বড় ঘোষণা। এবার তাদের দুইবার পরীক্ষা দিতে হবে। ২০২৫ সালে একবার এবং ২০২৬ সালে আরেকবার পরীক্ষা হবে। দুই ধরনের পরীক্ষার প্রশ্নপত্র হবে দুই রকম।

breaking.webp

নিজস্ব সংবাদদাতা: সিবিএসসির মতো এবার বছরে দুইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ২০২৫ সালের নভেম্বরে এবং ২০২৬ সালের মার্চ মাসে দুটি পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকের। প্রথম লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে। দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক। দুটি পরীক্ষার গড় নম্বর নিয়ে তৈরি করা হবে মার্কশিট। রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে, এমনটাই জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

rectify impact.jpg