/anm-bengali/media/media_files/T1Ck8yLAoR2aPQFbRDD8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বুধবার জম্মু ও কাশ্মীরে ডাংদুরু বাঁধের কাছে একটি ১০ জন আরোহী নিয়ে একটি ক্রুজার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনার জেরে ৭ জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ১জন। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, এই দুর্ঘটনায় প্রয়োজনীয় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে প্রশাসন। এই দুর্ঘটনার জেরে শুরু হয়েছে তদন্ত।
Just now spoke to DC Kishtwar Dr Devansh Yadav about the unfortunate road accident at Dangduru Dam site. 7 persons dead, 1 critically injured. Injured being shifted to District Hospital Kishtwar or GMC Doda as per requirement. All possible help, as required, will be provided:… pic.twitter.com/qVow1x4F0u
— ANI (@ANI) May 24, 2023