/anm-bengali/media/media_files/ulkWB5WEPYZvbHouTOUD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট আর মাত্র কটা দিন পরেই। বাংলায় বিজেপি, তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের লড়াই চলছে। আগামী ৪ঠা জুন রয়েছে ফলাফলের দিন।
লোকসভা নির্বাচনে এবার কংগ্রেসের ভাগ্য নির্ধারণ নির্ভর করে রয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের ওপরে। কেননা তার এক পাশে রয়েছেন বিজেপির ডাক্তার নির্মল কুমার সাহা এবং অন্য পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ক্রিকেট তারকা ইউসুফ পাঠান।
/anm-bengali/media/post_attachments/1c93c5e7dab39c96be840a8442952af39991b5fbf44e145d3c4fe28106704367.webp)
মুর্শিদাবাদের বহরমপুর জেলায় বহু বছর ধরে রমরমা চালিয়ে আসছেন কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে এবছরের নির্বাচনে কি ফলাফল দাঁড়াবে, ভোটের লড়াই কতটা কঠিন হয়ে পড়বে তা শুধু সময়ের অপেক্ষামাত্র।
/anm-bengali/media/post_attachments/b6331c387eb128022ede03154743a5dd6b21cdaf0bb1e820509edca3a7782b18.jpg)
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুর্শিদাবাদ মুসলিম সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল। তাই যদি মুসলিম ভোট ভাগ হয়, তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ী হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে রয়েছেন বিজেপির প্রার্থী নামকরা ডাক্তার নির্মল কুমার সাহা। এলাকায় ডাক্তারবাবুর সম্মানও নেহাতই কম নয়। তাই মুর্শিদাবাদবাসীর পছন্দের প্রার্থীর নাম জানতে আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করা অবশ্যম্ভাবী।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us