New Update
/anm-bengali/media/media_files/AtSmUyPLdrvJIRZZ7EBv.jpg)
নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুরঃ গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে করা দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা হয়েছে। একাধিক দেওয়াল লিখনের উপর কালো কালি দিয়ে চোর, দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/bea1c746-bf0.png)
এ বিষয়ে তৃণমূলের প্রার্থী কালিপদ সরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, '' বিরোধীদের সামনে কোন ইস্যু নেই তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করছে। কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us