New Update
/anm-bengali/media/media_files/5xxiMcVB8J7JdxsWKeRP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডেবরা অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বৈঠক চলছে। মঞ্চে তখন টিএমসি প্রার্থী দেব উপস্থিত রয়েছেন। মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের প্রশংশায় বিশেষ মন্তব্য করেছেন মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন, “হুমায়ুন কবীর দেখতে খুব সুন্দর,উনি অভিনয় করলে আরো খ্যাত হতেন। পুলিশ হিসেবে কাজ করে ওনার রেকর্ড আছে। ক্রিমিনালরা ওকে দেখলে ভয় পেতো। কিন্তু মঙ্গলকোটে আমাদের বাঁচাতে পারেনি। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাটোয়ায়। এর পরেই তিনি মঙ্গলকোটের সেই দিনের কথা তুলে ধরেন। বলেন সেদিন আমরা অনেক জন বিধায়ক মারা যেতাম।”
তিনি হাসি মুখে আরও বলে উঠলেন, “আপনাদের নিশ্চই মনে আছে সেই ছবিটা। যেখানে আমি কাপড় তুলে ছুটছি। তার কারন হল আজকের দিনটা দেখবো বলে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us