New Update
/anm-bengali/media/media_files/kppcyymwz9Tp4qkTmbK9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচন চলাকালীন মোদীর প্রচারে এক অভিনব কায়দা দেখা গিয়েছে। যার ফলে অবশ্য আইনি জটিলতায় পড়তেও হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, কর্ণাটকে এক বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। বিয়ের কার্ডে প্রচার করার জন্য বর ও কনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বিয়ের আমন্ত্রণপত্রে লেখা হয়েছে যে, " এবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য বর ও কনের তরফ থেকে উপহার।
বিয়ের আমন্ত্রণপত্রে এমন আবেদন করা আইনত সঠিক নয় এবং তা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে। এই কারণে পুলিশ দুটি মামলা রুজু করেছে।
/anm-bengali/media/post_attachments/a8426c6a3dc65fb6dbd84726983fd5efa56aa899f6e28c084d3e2f8fe7b81313.jpg?im=FitAndFill,algorithm=dnn,width=1200,height=738)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us