আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটল মাহার জনজাতি

জেলা শাসকের কাছে ৯ দফা দাবি নিয়ে মাহার জনজাতির মানুষজন ডেপুটেশন দেয়।

author-image
Adrita
New Update
ও

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ লোকসভা নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকবে মাহার জনজাতিগোষ্ঠী। বুধবার ঝাড়গ্রাম জেলাশাসকের কাছে মাহার জনজাতি গোষ্ঠীর তকমা আদায়ের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন মাহার জন জাতি গোষ্ঠীর নেতৃত্ব। এদিন সংবাদমাধ্যমকে তারা সাফ জানিয়ে দিলেন নির্বাচনের আগে তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে পারবেনা, তাই মাহার জনজাতিগোষ্ঠী এবারের লোকসভা নির্বাচনে তাদের রাজনৈতিক অধিকার  থেকে তারা বিরত থাকবে।

এদিন ঝাড়গ্রাম জেলা শাসকের কাছে ৯ দফা দাবি নিয়ে মাহার জনজাতির মানুষজন ডেপুটেশন দেয়। ঝাড়গ্রাম শহরে  তারা মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান। পুলিশ বাধা দিতে গেলে তাদের সাথে বাঁধে গন্ডগোল। এই বিষয়ে তাদের সমাজের জেলা সভাপতি অসিত গোপ বলেন আমাদের যে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা বন্ধ কেন করা হয়েছে যার জেরে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে । ২০২১ সাল থেকে মাহার জনজাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে এই বঞ্চনার অধিকার থেকে তাদের যদি সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া না হয় পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন।

Add 1