নন্দীগ্রামে ভোট দেবেনা তৃণমূল! চলছে মাইকিং!

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আগেই সমাজমাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন  তৃণমূল নেতা কুণাল ঘোষ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
kunal-ghosh

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল অর্থাৎ ২৫ মে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ দফার ভোট পর্ব। এই দফায় রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

kunal ghoshw2.jpg

এই আবহেই নিজের সমাজমাধ্যমে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, "নন্দীগ্রাম কালীচরণপুর।

kunal ghoshw1.jpg

 মাইকিং করে বিজেপি বলছে কোনো তৃণমূল সমর্থক ২৫ মে যেন ভোট দিতে না বেরোন।"

Add 1