New Update
/anm-bengali/media/media_files/2psBJjwZCtrfa9vj405M.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বাংলায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, সিপিএম প্রার্থী হয়েছিলেন দীপ্সিতা ধর। তবে এখন ভোট মিটে যাওয়ার পরে এখন উড়ো খবর বাতাসে ভাসছে যে, এবার নাকি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন দীপ্সিতা ধর। তবে জানা গিয়েছে যে এটি প্রথম নয়, এর আগেও নাকি ২০২১ সালে এরকম খবর রটেছিল দীপ্সিতা ধর প্রসঙ্গে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2021/03/word-image-63.jpeg)
তবে এই জল্পনার অবসান ঘটিয়েছেন নেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, '' এই খবর কোনওদিনই সত্যি হবে না। 'যেদিন আমি তৃণমূলে যোগ দেব, সেদিন পৃথিবী আর ঘুরবে না। কোনও দলকেই ছোট না করে বলছি এরকম ঘটনা কখনও ঘটবে না। ''
/anm-bengali/media/post_attachments/b5341f8ce006388e151586c6f24d609b71c42b54f809f2b4b04eef0a470c0a15.jpg?im=FeatureCrop,size=(382,233))
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us