New Update
/anm-bengali/media/media_files/bUdmY65K7BplIZNKuuz7.jpg)
নিজস্ব সংবাদদাতা, খ্ড়গপুরঃ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার প্রচারে বেড়িয়ে কুড়মি সমাজের হিতের উদ্যেশে সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/post_attachments/37831f30-35b.png)
তিনি আজ খড়গপুর এক নম্বর ব্লকের খেমাশুলিতে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, '' কুড়মি সমাজকে এসসি সম্প্রদায়ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সিআরআই রিপোর্ট জাস্টিফিকেশন কপি রাজ্য সরকার কেন্দ্রকে পাঠায়নি। তাই আমি কথা দিচ্ছি যে, আমি সাংসদ হলে কুড়মি সমাজের এই বঞ্চনার কথা সংসদে তুলে ধরব। ''
এদিন ৬৮ টি কুড়মি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
/anm-bengali/media/post_attachments/b6668086-7e9.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us