New Update
/anm-bengali/media/media_files/agMUgQuekNj2KrKH9lGU.jpg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে ঘাটালে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নেমে অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটাল কলেজ মোড় হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রোড শো করেন অভিষেক।
/anm-bengali/media/post_attachments/27f8d617-851.png)
এই রোড শোয়ে অভিষেক ছাড়াও রয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব, রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শিউলি সাহাসহ তৃণমূলের জেলা নেতৃত্বরা।
/anm-bengali/media/post_attachments/3752ab6e-5f9.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us