উত্তর কলকাতায় বিজেপির নয়া চমক, প্রচারে আসছেন অভিনেত্রী রুপালি

বিজেপির নয়া চমক।

author-image
Adrita
New Update
ও

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার নির্বাচনী প্রচার চলছে। প্রচারের মধ্যেই এক নতুন চমক দিতে চলেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। 

TV Star Rupali Ganguly Joins BJP, Says Impressed By PM Modi's Work

বিজেপি সূত্রে জানা গিয়েছে যে, আগামী ১৮ই মে কলকাতা উত্তর কেন্দ্রে প্রচারে আসছেন বাংলার মেয়ে তথা জনপ্রিয় টেলি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। যাকে আমরা 'অনুপমা' নামেই বেশি চিনি। আরও জানা গিয়েছে যে, তিনি বিজেপির দুই প্রার্থী তাপস রায় এবং কবীরশঙ্কর বোসের হয়ে প্রচারে আসছেন। 

2 days after he quit TMC, 5-time MLA Tapas Roy in saffron fold | Kolkata  News - Times of India

Add 1