New Update
/anm-bengali/media/media_files/vVvIntDVYwZCmU02t4Uq.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার বেশ কয়েকটি এলাকায় নিজের গাড়ীতে করেই জনসংযোগ কর্মসূচী সারলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্ট্যোপাধ্যায়। কর্মীরা সামনে বাইকে করে জনসংযোগ যাত্রায় যোগ দিয়েছে। যাত্রার জন্য নিজের গাড়ীতে করে বের হন হিরণ। মোড়ে মোড়ে গাড়ী থামিয়ে ভোটের আবেদন করেন তিনি। সবংয়ের নাসরা, ভেলকিসহ একাধিক জায়গায় জেলা সভাপতি তন্ময় দাসকে সঙ্গে নিয়ে এলাকায় এলাকায় যান।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us