New Update
/anm-bengali/media/media_files/IWishtnm1eGEFr41ud9L.jpg)
নিজস্ব সংবাদদাতা, ভূপতিনগরঃ শনিবার ভোরে এনআইএ এর টিম নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণকান্ডে তদন্ত এসে গ্রেফতার করে দুই তৃণমূল নেতাকে। অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নাড়ুবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে গ্রেপ্তারের পর ভাঙচুর হয় এনআইএ এর গাড়ি।
/anm-bengali/media/post_attachments/73fe85bc-76b.png)
এরই মাঝে রবিবার নাড়ুয়া বিলার পার্শ্ববর্তী এলাকা ভূপতিনগরে ভোট প্রচার সারছে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। এনআইএ এর আধিকারিকদের গাড়িতে হামলার প্রসঙ্গে সৌমেন্দু অধিকারী বলেন- '' এটা সন্দেশখালি পুনরাবৃত্তি। ''
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us