'' ... ২৪ বছরে যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছতে পারেনি ভদ্রক... ''

আগামী ৪ জুন ভোটের ফলাফল।

author-image
Adrita
New Update
sx

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার ভদ্রক লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অভিমন্যু শেঠি বলেছেন, " ওড়িশায় এবারের নির্বাচন কোনও দল নয়। রাজ্যের জনগণ ওড়িশার আত্মসম্মান ও গর্বের জন্য লড়ছে। ভদ্রক গত ২৪ বছরে যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছতে পারেনি। ৫ বছর আগে এখান থেকে নির্বাচিত সাংসদও এই অঞ্চলের জন্য তেমন কিছু করেননি। ভদ্রকের মৌলিক সমস্যা এখনও রয়ে গেছে। "

Bhadrak LS: BJP candidate Abhimanyu Sethi starts campaign in Chandabali

Avimanyu Sethi Bjp Bhadrak

Add 1