New Update
/anm-bengali/media/media_files/yHYT1POsomgHniUd385t.jpg)
নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপঃ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামীকাল। সেই আবহে আজ থেকেই গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। তবে এই আবহেই কাকদ্বীপের ২৬ নম্বর বুথে বিজেপির প্রার্থী অশোক পুরকাইতকে ঘিরে ' জয় বাংলা' ধ্বনি দিল শাসক দলের কর্মী এবং সমর্থকরা।
/anm-bengali/media/post_attachments/a0dbd104-3fa.png)
তবে তিনি অভিযোগ করেছেন যে, বুথের মধ্যে যে প্রিসাইডিং অফিসার,পলিং অফিসার আছেন তাদের কোন নির্দিষ্ট আইকার্ড নেই। কেন আইকার্ড নেই জিজ্ঞাসা করলে তার কোন উত্তর দিতে পারেনি তারা। তাই বিষয়টি তিনি নির্বাচন কমিশনারের নজরে আনবেন বলেও জানিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/faccb63d-c25.png)
এই ঘটনায় রাস্তার মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। পুলিশ জনিয়েছেন রাস্তায় জ্যাম করা চলবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়।
/anm-bengali/media/post_attachments/104131f7-c35.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us