চিনের বুকে ফের ভারতের বাজিমাত, সোনা জিতে নিল ভারত

এশিয়ান গেমসের চতুর্থ দিনে ফের সোনা পেল ভারত।

author-image
SWETA MITRA
New Update
sift.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় খেলোয়াড়রা বাজিমাত করেই চলেছে। সোনা, রুপো, ব্রোঞ্জ নিজেদের ঝুলিতে নিচ্ছেন খেলোয়াড়রা। আজ বুধবারও তার ব্যতিক্রম ঘটল না। আবারও একবার দেশের মুখ উজ্জ্বল করলেন  সিফট কৌর সামরা, আশি চৌকসে। জানা গিয়েছে, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে স্বর্ণ পদক জিতলেন ভারতের সিফট সামরা। অন্যদিকে ব্রোঞ্জ পদক জিতেছেন আশি চৌকসি।