কলকাতার হাত ধরেই এশিয়াডে বোঞ্জ ভারতের

ইকুয়েস্ট্রিয়ানে ৭৩.০৩০ স্কোর করলেন অনুশ। যা তাঁকে ব্রোঞ্জ এনে দেয়। এই নিয়ে এশিয়ান গেমস থেকে দুটি পদক জিতলেন তিনি। বালিগঞ্জের বাসিন্দা অনুশ।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতাঃ দলগত ইভেন্টের পর ইকুয়েস্ট্রিয়ানে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন কলকাতার ছেলে অনুশ আগরওয়াল (Anush Agarwalla)। আরও একটি পদক পেল দেশ। 

বাবা-মায়ের হাত ধরে কলকাতার (Kolkata) টালিগঞ্জ ক্লাবে অনুশ প্রথম বার ঘোড়সাওয়ারি (Horse Ridding ) করেছিল মাত্র তিন বছর বয়সেই। সেই অনুশের হাত ধরেই চলতি এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ বিভাগে  ভারত ব্রোঞ্জ পেয়েছে। মাত্র আট বছর বয়সেই অনুশকে ঘোড়সাওয়ারি শেখার জন্য ভর্তি করে দিয়েছিলেন তার মা। অনুশ‌ জানান, তিনি নেটে এশিয়ান গেমস এবং অলিম্পিক্সের ছবি দেখতেন, আর তাঁর বন্ধুদের বলতেন, একদিন ওই স্টেডিয়ামে তিনিও সবাইকে খেলা দেখিয়ে আনন্দ দেবেন। আর সেই ঘটনাই যেন বাস্তবায়িত হল হ্যাংঝু এশিয়ান গেমসের মঞ্চে। 

hiring.jpg

এশিয়ান গেমসে (Asian Games 2023) এদিনের ফাইনালে ছিলেন মোট ১৫ জন প্রতিযোগী। যার মধ্যে তৃতীয় স্থানে শেষ করে এই পদক জয় নিশ্চিত করেন অনুশ। ভারতের হয়ে ড্রেসেজ বিভাগের ব্যক্তিগত স্তরে প্রথম পদক জয়ের নজির গড়লেন তিনি। 

এদিন অনুশ আগরওয়ালা (Anush Agarwal) ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জয়ের পর ইকুয়েস্ট্রিয়ান থেকে এই নিয়ে ভারত মোট ১৪ টি পদক জিতল। যার মধ্যে রয়েছে আবার চারটি সোনাও। এদিন ভারতীয় সিনেমা জগতের জনপ্রিয় গান ‘জয় হো’র তালে তালে পারফরম্যান্স করেন অনুশ। টেকনিক্যাল পারসেন্টেজে ৬৯.৬৯ পয়েন্ট এবং আর্টিস্টিকে ৭৬.১৬০ পয়েন্ট স্কোর করেন অনুশ। মালয়েশিয়ার মহম্মদ বিল ফাতহিল এই বিভাগে প্রথম হয়েছেন। তাঁর স্কোর ছিল ৭৫.৭৮০। দ্বিতীয় হন সিঙ্গাপুরের উইঙ্গ ইঙ্গ। তাঁর স্কোর ছিল ৭৩.৪৫০। ফলে দিন শেষে কলকাতার লা মার্টিনিয়া ফর বয়েজের ছাত্র অনুশ জানিয়েছেন, মাত্র ১১ বছর বয়সে ইকুয়েস্ট্রিয়ান শিখতে কলকাতার বাড়ি ছেড়ে দিল্লি পাড়ি জমিয়েছিলেন তিনি। এবার তাঁর লড়াই বাস্তবে সাফল্যের আকার নিল। হাংঝৌ এশিয়ান গেমসে তাঁর পারফরম্যান্স আগেই নজর কাড়ে। মঙ্গলবার দলগত বিভাগে সাফল্যের পর তাঁর নাম প্রথম প্রকাশ্যে আসে। ২৪ বছরের অনুশ এর আগে ড্রেসেড বিভাগে দলগত সাফল্য অর্জন করেন। এবার ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি।

hiring 2.jpeg

উল্লেখ্য, একদিন আগেই হ্যাংঝু ইকুয়েস্ট্রিয়ানের দলগত বিভাগেও ভারত ঐতিহাসিক সোনা জেতে। মঙ্গলবার ভারতের হৃদয় চেড্ডা, অনুশ আগরওয়ালা, দিব্যকান্তি সিং এবং সুদীপ্তি হাজেলা এশিয়ান গেমসের ড্রেসেজে ঐতিহাসিক সোনা জেতেন ভারতের হয়ে।