/anm-bengali/media/media_files/pcFCvu6eD0sEgm32TBkH.jpg)
এএনএম-এর আড্ডায় সুরজিৎ কর পুরকায়স্থ
টেকনোক্র্যাট হওয়ার স্বপ্ন দেখে তিনি আইআইটিতে ভর্তি হয়েছিলেন তবে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তিনি আইপিএস অফিসার হন। একজন সত্যিকারের অফিসার এবং একজন ভদ্রলোক। তিনি বিভিন্ন প্রতিকূলতাকে পেছনে ফেলে এবং রাজনীতির কেন্দ্রবিন্দুকে এড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার এবং পরবর্তীকালে রাজ্য পুলিশের ডিজিপি হয়ে ওঠেন। একাধিক বিষয় নিয়ে এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন সুরজিৎ কর পুরকায়স্থ। রইল ভিডিও...