কোন বিষয়ে পাবেন সাফল্য?

author-image
Harmeet
New Update
কোন বিষয়ে পাবেন  সাফল্য?

নিজস্ব সংবাদদাতাঃ জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে খুব সহজেই নির্বাচন করা যায় কার কোন বিষয়ে আকর্ষণ আছে বা কোন বিষয়ে শিক্ষা সাফল্য দিতে পারে। জন্মছকের দ্বিতীয় স্থান, দ্বিতীয় পতি, এবং দ্বিতীয়ে অবস্থিত গ্রহ এই বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারে।দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান, বা দ্বিতীয় পতির সঙ্গে শুক্রের শুভ সম্পর্ক থাকলে সঙ্গীত, নৃত্য বা যে কোনও কলা শিক্ষার প্রতি আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে। দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে বুধের শুভ সম্পর্ক থাকলে গণিত, হিসাবশাস্ত্র সংক্রান্ত শিক্ষার প্রতি আকর্ষণ এবং সাফল্য দান করবে।দ্বিতীয় স্থানের সঙ্গে রবির শুভ সম্পর্ক রাজনীতি এবং ঔষধ সংক্রান্ত পড়াশোনায় আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।দ্বিতীয় স্থানের সঙ্গে শনির সম্পর্ক প্রযুক্তিবিদ্যা, ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।দ্বিতীয় স্থানের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক সংস্কৃত, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, আইন, বাঙ্কিং সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক শল্য চিকিৎসা, রসায়নশাস্ত্র, ঔষধশাস্ত্র ইত্যাদি বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।