ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে কমিশন

author-image
Harmeet
New Update
ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বঙ্গে কমিশন

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা অভিযোগ জানিয়েছিলেন জাতীয় মানবাধিকার কমিশনে। এই অভিযোগের ভিত্তিতে  আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত রাধানগর এবং জনার্দ্দনপুর অভিযোগকারীদের বাড়ি গিয়ে কী ঘটনা ঘটেছিল তা বিস্তারিত জানল কমিশন। সেইসঙ্গে রাধানগরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের সঙ্গে সরাসরি কথা বললেন জাতীয় মানব অধিকার আধিকারিক এম এস গিল ।

 গ্রামবাসীরা নির্বাচনের পর তাদের উপরে হওয়া অত্যাচারের কথা যেরকম শোনালেন ঠিক পাশাপাশি পঞ্চায়েত প্রধান নান্টু দলই ও এই বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান নান্টু দোলই। তিনি জানিয়েছেন যে 'আমার বিরুদ্ধে একাধিক মামলা করেছে। সমস্ত অভিযোগ ভিত্তিহীন আমরা কাউকে ভয় দেখাচ্ছি না ।' জাতীয় মানবাধিকার কমিশনের লোকেরা আজ খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত রাধানগরে আবাসি সিং  এবং জনার্দন পুরে  বিজেপি নেতা  সুশীল মাঝির পুত্র শৌভিক মাঝির সঙ্গে কথা বলেন । কমিশনের আধিকারিকরা জানিয়েছেন 'সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আরও কয়েকটি জায়গায় যাওয়ার আছে। সেখানে গিয়ে জানব যে কী ধরনের অত্যাচার হয়েছে তাদের সঙ্গে ।'