"সৌরয়াবংশী" মুক্তি তে রোহিত শেঠি নীরবতা ভঙ্গ করেছেন

author-image
Harmeet
New Update
"সৌরয়াবংশী" মুক্তি তে রোহিত শেঠি নীরবতা ভঙ্গ করেছেন

নিজস্ব সংবাদদাতাঃ রোহিত শেঠি বলেছেন যে "সৌরিয়াবংশীর" মুক্তির প্রেক্ষাগৃহগুলি পুনরায় খোলার উপর নির্ভর করবে । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। বৃহস্পতিবার চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি বলেন, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত তাঁর বহু পরিচালিত "সুরিয়াবংশীর" মুক্তি সারা দেশের প্রেক্ষাগৃহ পুনরায় খোলার উপর নির্ভর করে।



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm