/anm-bengali/media/post_banners/h8afr6hqvHexy2PzIpf0.jpg)
পশ্চিম বর্ধমান, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম বর্ধমানের সঙ্গে বাঁকুড়ার একমাত্র যোগাযোগের মাধ্যম একটি বাঁশের নড়বড়ে সেতু। দীর্ঘদিন ধরে এই সেতুকে পাকা সেতু করার দাবিতে আন্দোলন চালাচ্ছে সেতুবন্ধন কমিটি। সোমবার সকালে ফের একবার এই সেতুর ওপর বসে বিক্ষোভের মাধ্যমে পাকা সেতুর দাবি জানালো সেতুবন্ধন কমিটি। তাদের দাবি পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মধ্যে সংযোগকারী সেতুটি হলে বহু মানুষের উপকার হবে। বহু মানুষ বাঁকুড়া থেকে পশ্চিম বর্ধমানে আসেন রুজি-রুটির জন্য। বাঁশের এই নড়বড়ে সেতু দিয়েই তাদের যাতায়াত করতে হয়। অন্যদিকে বর্ষা এলেই সেতু ভেঙে যায়। তখন নৌকা একমাত্র ভরসা। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষজনকে ওপার থেকে এপাড়ে আসতে হয়। পাশাপাশি বহু মানুষ অসুস্থ হয়ে পড়লে পাকা সেতুর অভাবে পারাপার করতে সমস্যা হয়। বাঁকুড়া জেলার প্রান্তিক অঞ্চলের মানুষদের ভরসা আসানসোল। আর সেই কারণে এই সেতুটি তৈরি হলে ২ জেলার মানুষ উপকৃত হবেন বলে সেতুবন্ধন কমিটির সদস্যরা জানিয়েছেন।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us