বুদ্ধ পূর্ণিমায় 'হর কি পৌড়ি'-তে গঙ্গায় স্নান করেন ভক্তরা

author-image
Harmeet
New Update
বুদ্ধ পূর্ণিমায় 'হর কি পৌড়ি'-তে গঙ্গায় স্নান করেন ভক্তরা

নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারের 'হর কি পৌড়ি'তে গঙ্গা নদীতে পুণ্যস্নানের জন্য দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হন। বুদ্ধ পূর্ণিমায় পবিত্র তিথিতে নদীতে স্নান করে নদীর পুজো করলে অপরিসীম পুণ্যের সুফল মেলে, এই বিশ্বাস থেকেই রবিবার রাতে 'গঙ্গা স্নান'-এর জন্য সারা দেশের ভক্তরা পৌঁছে যান হরিদ্বারে।