New Update
/anm-bengali/media/post_banners/Gh5nVmXuH0OxoPZu0r5e.jpg)
নিজিস্ব সংবাদদাতাঃ সোমবার বুদ্ধ পূর্ণিমায় বিশেষ বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি সকলকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, "বুদ্ধের প্রেম, সত্য, অহিংসা, শান্তি ও মানবতার সেবার বাণী বিশ্বের কাছে চিরকাল প্রাসঙ্গিক। সহিংসতা পরিহার করার সংকল্প করুন"। এছাড়াও তিনি গৌতম বুদ্ধের বাণী সকলকে মনে করিয়ে দেন, "যদি আপনি কারও জন্য একটি প্রদীপ জ্বালান, তবে এটি আপনার পথকেও উজ্জ্বল করবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us