নিজস্ব সংবাদদাতাঃ নেটিজেনরা প্রশ্ন করছেন, “ভিকি কৌশল কি ভবিষ্যৎ দেখতে পারেন”? আবার কারও রসিক মন্তব্য, “আবার ভাগ্যটাও দেখে দাও না ভিকি”। সৌজন্যে ভাইরাল হওয়া এক ছোট্ট ভিডিয়ো। যেই ভিডিয়োয় সলমনের সামনেই ক্যাটরিনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিচ্ছেন ভিকি। গোটা সময়টা ধরে হাসছিলেন সলমন। কিন্তু গান শুরু হতেই বোন অর্পিতার কাঁধে মাথা দিয়ে ঘুমোনোর ভান করতে শুরু করেন তিনি। কিন্তু পর মুহূর্তেই জেগে যান ক্যাটরিনার জবাব শুনে। হাসতে হাসতে ক্যাটকে বলতে শোনা যায়, “আমার সাহস নেই যে…”।