নিজস্ব সংবাদদাতাঃ আমরা কৌশলগত সময় থেকে ফিরে এসেছি এবং সাউদি ১৭ তম বোলিং করবে। প্রথম ৩ বলে ৪ রান। আর সেটা চলে গেছে!!! আম্পায়ার আঙুল তোলার আগে বিষয়টি নিয়ে ভাবেন। তবে খুব কাছ থেকে দেখতে লাগছিল। হায়দ্রাবাদ রিভিউ। সিদ্ধান্ত উল্টে যায়। শশাঙ্ক বেঁচে যায়। ১৭ ওভার শেষে এসআরএইচ ১০৭/৫।