New Update
/anm-bengali/media/post_banners/Zs9AX8675o3xtT7zLNi6.jpg)
নিজস্ব প্রতিনিধি, ডেবরাঃ পানীয় জলের সঙ্কটে ভুগছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের ছাতনাতলা এলাকার ৭ টি পরিবার। এই ঘটনা প্রসঙ্গে ডেবরার বিডিও সিঞ্জিনী সেনগুপ্ত বলেন, "আমি গতকালই অভিযোগ পেয়েছি। আমি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছি। আজকে টিউবওয়েল সারানোর মিস্ত্রি গিয়েছিল। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us