বেসুরো তৃণমূলের শিক্ষা কর্মাধ্যক্ষ, তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য শুনুন

author-image
Harmeet
New Update
বেসুরো তৃণমূলের শিক্ষা কর্মাধ্যক্ষ, তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য শুনুন


নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ তৃণমূল নেতার ফেসবুক পোস্ট ঘিরে অস্বস্তিতে রাজ্য সরকার। "আদিবাসী অধ্যুষিত এলাকায় কেনও উন্নয়ন হয়নি? এলাকাকে বঞ্চনা করা হয়েছে", তৃণমূল নেতার ফেসবুকের এই মন্তব্যকে ঘিরে শাষক বিরোধী তরজা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের আকাশ্যা এলাকায়। এই বিষয়ে খড়গপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ আনিসুর রহমান বলেন, "উনি ফেসবুকে কি পোস্ট করেছে জানিনা। তবে ওনার এলাকায় অনেক কিছু কাজ হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলোও হয়ে যাবে। এর বাইরে আমি কিছু বলতে পারবো না"।