আত্মীয়ের বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে প্রাণ হারাল যুবক

author-image
Harmeet
New Update
আত্মীয়ের বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে প্রাণ হারাল যুবক

নিজস্ব প্রতিনিধি, জামুরিয়াঃ আত্মীয়ের বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে এসে হঠাৎ শুরু হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক । জখম পরিবারের আরও ২ জন । ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার বাগডিহা গ্রামে । পরিবারের দাবি ক্যাটারারদের মারেই প্রাণ হারান রবি চৌধুরি নামে বছর ২৯ এর ওই যুবক । পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে পিসির বাড়িতে প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে এসেছিলেন রবি চৌধুরি। অভিযোগ শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসলে খাবার দিতে অস্বীকার করে ক্যাটারার কর্মীরা । এ নিয়েই বচসার সৃষ্টি হয় । কিছুক্ষণের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয় । এই সংঘর্ষ থামাতে যান রবি । তাকেও মারধর করে ক্যাটারার কর্মীরা বলে অভিযোগ । রবি ছাড়াও ওই পরিবারের আরও ২ জন জখম হন । ৩ জনকেই রাতে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয় । শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে রবি । সঙ্গে সঙ্গে তাকে আবার ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে । মৃত রবির পিঠে গভীর ক্ষত রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।