New Update
/anm-bengali/media/post_banners/N2RsWaH2gv4F3v6F960v.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ হায়াদ্রাব্দের সঙ্গে মুখোমুখি হতে চলেছে কলকাতা। এই মুহূর্তে লিগ তালিকার তলানিতে এসে পৌঁছেছে এই দল। তারওপর চোটের কারণে প্যাট আইপিএল ছেড়ে দেশে চলে গিয়েছেন। আবার অপরদিকে ব্রেন্ডন ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়ে যাওয়ায় তিনি স্পষ্ট জানিয়ে দেন পরের বার থেকে আর তিনি খেলতে পারবেন না। একে সময় খারাপ যাচ্ছে তারওপর একের পর এক খেলোয়াড় ছেড়ে চলে যাচ্ছেন। এমন অবস্থায় আজকেরের ম্যাচ জিততেই হবে বেগুনি বাহিনীকে। নাহলে আইপিএল-এর স্বপ্ন শেষ কলকাতা নগরীর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us