আবারও বদল কেকেআর-এ

author-image
Harmeet
New Update
আবারও বদল কেকেআর-এ


নিজস্ব সংবাদদাতাঃ আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নেমতে চলেছে কলকাতা ও হায়াদ্রাবাদ। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে প্রথম একাদশ গঠন করা হয়েছিল তার হেরফের হতে চলেছে আবারও এই বারের ম্যাচে প্যাট কামিন্স নেই। তিনি চোটের কারণে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন। আবারও ফিরে আসতে চলেছে রাহাণে ও বেঙ্কটেশ। তৃতীয় স্থানে থাকছেন নীতিশ রানা ও চতুর্থতে থাকছেন শ্রেয়স।