রাজভবনে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী সাক্ষাৎ, উঠছে নানা প্রশ্ন

author-image
Harmeet
New Update
রাজভবনে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী সাক্ষাৎ, উঠছে নানা প্রশ্ন

নিজস্ব সংবাদদাতাঃ রাজভবনে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী সাক্ষাৎ। শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল টুইট করে সেকথা জানিয়েছেন। জগদীপ ধনখড় টুইটারে লেখেন, ‘উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে রাজ্যপাল জগদীপ ধনখড় শুক্রবার রাজভবনে ডেকে পাঠান। শিক্ষার নানা দিক নিয়েই এই বৈঠক ছিল।’ তবে এর বাইরে এই বৈঠক নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ওয়াকিবহাল মহল মনে করছে, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি একাধিকবার সরব হয়েছেন জগদীপ ধনখড়। প্রকাশ্যে ক্ষোভও উগরে দিয়েছেন তিনি। সেই সমস্ত বিষয়ে এদিন কথা হতে পারে শিক্ষামন্ত্রীর সঙ্গে। কোনও সমাধান সূত্রের খোঁজ করা হতে পারে এদিনের বৈঠক থেকে।