ব্রিটনি গ্রিনারকে আটকের বিষয়টি 'উদ্দেশ্যমূলক তথ্য ও প্রমাণের' ওপর ভিত্তি করেছে বলে দাবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের

author-image
Harmeet
New Update
ব্রিটনি গ্রিনারকে আটকের বিষয়টি 'উদ্দেশ্যমূলক তথ্য ও প্রমাণের' ওপর ভিত্তি করেছে বলে দাবি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব সংবাদদাতাঃ বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারকে আটকের বিষয়টি 'অবৈধ' বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অস্বীকার করে রাশিয়া বলে। তার গ্রেপ্তার 'উদ্দেশ্যমূলক তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে' করা হয়েছে।  বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, 'হ্যাশ অয়েল পাচারের চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় সে। রাশিয়ায় এটা একটা অপরাধ। রাশিয়ান ফেডারেশনের ক্রিমিনাল কোডের (মাদক চোরাচালান) অনুচ্ছেদ ২২৯.১ এর অংশ ২ এর অনুচ্ছেদ "সি" অনুযায়ী, তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।