নিজস্ব সংবাদদাতাঃ SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জিত বাগ কমিটির রিপোর্টের ছত্রে ছত্রে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। এনিয়ে রাজ্য সরকারকে এক হাত নিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। "আমাদের রাজ্যে শিক্ষার সর্বনাশ করছে এই সরকার", এমনই মন্তব্য করেন তিনি।