New Update
/anm-bengali/media/post_banners/hh7kzuaQW66MeHS4FXJ5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম ও আর্সেনাল। আর্সেনালের কাছে থেকে ম্যাচের জয় আজ ছিনিয়ে নেয় টটেনহ্যাম। ৩-০ গোলে জেতে এই দল। কেন এবং শনের পায়ের জাদুতে ৩টে গোলের মুখ দেখতে পায় এই দল। অপরদিকে আর্সেনাল-এর হোল্ডিং লাল কার্ড পেয়ে ম্যাচ থেকে বেরিয়ে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us