মাঠে আজ দুই লাস্টবয়

author-image
Harmeet
New Update
মাঠে আজ দুই লাস্টবয়


নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে ওয়াংখেড়ের বুকে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। লিগ তালিকার তলানিতে থাকা দুই দল খেলছে আজ। চেন্নাই ১৬ ওভারে ৯৭ রান করে অল আউট হয়ে যায়। অপরদিকে মুম্বই ৫ উইকেটে ৮২ রান করেছে আপাতত। কে কাকে টক্কর দেবে সেটা বলবে আজকের ম্যাচ।