‘লক্ষণ রেখা’ প্রশ্নে কিরণ রিজিজুকে কটাক্ষ করলেন পি চিদম্বরম

author-image
Harmeet
New Update
‘লক্ষণ রেখা’ প্রশ্নে কিরণ রিজিজুকে কটাক্ষ করলেন পি চিদম্বরম

নিজস্ব সংবাদদাতাঃ “লক্ষণ রেখা” প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজুকে একহাত নিলেন প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী পি চিদম্বরম। যখন রিভিউ হওয়া না পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক টুইট বার্তায় চিদম্বরম বলেন, “ কোনও স্বেচ্ছাচারী লক্ষণ রেখা টানার অধিকার কেন্দ্রীয় আইনমন্ত্রীর এখতিয়ারে নেই। সংবিধানে ১৩ নম্বর অনুচ্ছেদ তাঁর পড়া উচিত। মৌলিক আধিকার লঙ্ঘন হয়, এমন কোনও আইন, আইনসভা প্রণয়ন করতে পারে না। একই সঙ্গে সংবিধির বইতেও এমন কোনও আইনের থাকা কাম্য নয়।” সুপ্রিম কোর্ট যে রাষ্ট্রদ্রোহ আইনকে স্থগিত রেখেছে, এই সিদ্ধান্তের প্রতি সকলের মান্যতা দেওয়া উচিত। বুধবার একথা বলেন কিরেন রিজিজু। সেই বিষয়ে মুখ খুলেই আজ আইনমন্ত্রীকে কটাক্ষ করলেন পি চিদম্বরম।