রাজনৈতিক ফায়দা তুলছে বিজেপি, জ্ঞানবাপি মামলায় মন্তব্য শিবসেনার

author-image
Harmeet
New Update
রাজনৈতিক ফায়দা তুলছে বিজেপি, জ্ঞানবাপি মামলায় মন্তব্য শিবসেনার

নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানবাপি মামলায় কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। প্রসঙ্গত, আদালতের কমিশনার দল বারাণসীর জ্ঞানবাপী–শৃঙ্গার গৌরী মন্দির চত্ত্বর পরিদর্শন করতে আসলে তাঁদের দু’‌ঘণ্টা অপেক্ষার পরও তাঁরা মসজিদের ভেতরে ভিডিওগ্রাফি–জরিপ করতে ব্যর্থ হন। আর এরপরেই এই নিয়ে শুরু হয় বিতর্ক। শিবসেনা সাংসদ বলেন, 'রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই সব করছে বিজেপি, এই ইস্যুগুলিই দেশকে ভেঙে দেবে। রাম মন্দিরের পর এবার শান্তি দরকার।'