রাজস্থান জয় করলো রাজধানী

author-image
Harmeet
New Update
রাজস্থান জয় করলো রাজধানী


নিজস্ব সংবাদদাতাঃ আজকে নাবি মুম্বইয়ের বুকে ম্যাচ খেলতে নেমেছিলেন রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। রাজস্থান ১৬১ রানে লক্ষ্য পূরণ করতে দিয়েছিল রাজধানীকে। আর দিল্লি ১১ বল বাকি থাকতেই ১৬১ রান করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়।